Saturday, February 1st, 2025
Hindu Temple of Delaware, 760 Yorklyn Rd, Hockessin, DE 19707
বর্ণে, গন্ধে, স্বপ্নে, গীতিতে…
বাগদেবীর আরাধনা বাঙালির কাছে এক আবেগ। এই দিনটা বড্ড স্পেশাল…আমাদের সবার জন্যে। একদিকে যাদের শৈশব কেটেছে বাংলার মাটিতে, তাদের কাছে এই পুজো মানেই খাগের কলম, নতুন কুলের স্বাদ, স্কুলের পুজোর উত্তেজনা, বাসন্তীরাঙা শাড়ি আর ধুতির কোঁচা উড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা, আর অপরপক্ষ হলো প্রবাসীর আগামী প্রজন্ম, কচিকাঁচার দল, যারা রোজকার জীবনে বাংলায় অনভ্যস্ত হয়েও নিজেদের চেষ্টায় সাজিয়ে তোলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা। তাই দিনটা কাটুক একটুখানি শৈশবকে স্বরণ করে.. বর্ণে, গন্ধে, স্বপ্নে, গীতিতে । প্রিয়জনকে নিয়ে রেডি থাকুন সকাল সকাল, দুজনে মিলে ট্র্যাডিশনাল বাঙালি সাজে হয়ে উঠুন অন্যন্য।
As we gear up for the winter break and prepare for an exciting year ahead, we wanted to take this opportunity to inform all of you about our upcoming Saraswati Pujo. After the successful celebration of Durga Pujo, we took a short break to recharge and now we are ready to kickstart the new year with one of our most beloved festivals, Saraswati Pujo. This auspicious occasion will be held on Saturday, February 1st at the Hindu Temple of Delaware.