Durga Pujo 2023


Thomas McKean High School, Wilmington DE
301 Mckennans Church Rd, Wilmington, DE 19808
Date: Oct 20,21 & 22

REGISTRATION IS NOW CLOSED


ষষ্ঠীর দিন, Fri Oct 20 মায়ের বোধন। 
সপ্তমী ও অষ্টমী পুজো, Sat, Oct 21
নবমী ও দশমী  পুজো, Sun, Oct 22

দেখতে দেখতে এসে গেল আরও একটা পুজো। আর পুজো আসা মানেই… মনের মধ্যে থেকে উথাল পাথাল করে জেগে ওঠে এই পুজো, মানুষজন, প্রিয় সবকিছুর কথা।  আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অপেক্ষার আর মাত্র ৭৫ দিন। মা দুগগা এখন যাত্রাপথে কুমারটুলি থেকে Delaware।  আর দুগগা মায়ের সাথে সাথে এ বছর আমরা কলকাতা থেকে কোন বিশেষ শিল্পীদের নিয়ে আসব সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে বেশ কিছু মাস ধরে।  এবছর আমরা নিয়ে আসছি কলকাতা থেকে চারজন শিল্পী…  চোখ বুলিয়ে নিন নিচের পোস্টারে।

Our much-awaited Durga Puja is just around the corner! This year BADV is celebrating it’s 23rd Durga Pujo. This auspicious occasion is a time for us to come together as a community and celebrate the triumph of good over evil. We are thrilled to inform you that this year, we have invited some incredibly talented guest artists to grace our event. Their mesmerizing performances will leave you spellbound and create unforgettable memories. It is a time to immerse ourselves in our vibrant pujo, melodious music, and captivating performances.