Saraswati Pujo 2023 – Cultural জিয়ানস্টাল

কি খবর আমাদের BADV বন্ধুরা?
সবাই ভালো তো?

গত দুবছরের কোভিডের অতিমারীর হাত থেকে অবশেষে কিছুটা মুক্ত হতে পেরেছি আমরা। এবছর তাই আর ঘরে বসে কম্পিউটারের পর্দায় নয়, একসঙ্গে সকলে মিলে আমরা মা সরস্বতীকে আহ্বান জানাবো।

ক্যালেন্ডারে মার্ক করে রেখেছেন তো ২৯ শে জানুয়ারী আমাদের পুজোর দিনটি?

তাহলে এবারে ঝট্পট্ BADV র খুদে talent দেরকেও তৈরি হয়ে যেতে বলুন অনুষ্ঠান পরিবেশনের জন্য, আর খুব শিগগিরই অভিষেক এর সঙ্গে যোগাযোগ করুন তাদের অনুষ্ঠানের বিবরণের সাথে এই email এ: abhi347556@gmail.com

BADV র দর্শক আর মঞ্চ সাগ্রহে অপেক্ষায় রয়েছে তাদের খুদে শিল্পীদের talent উপভোগ করার জন্য।

দেশে বা বিদেশে যেখানেই আমরা থাকিনা কেন সরস্বতী পুজো আমাদের কাছে এক নস্টালজিয়া। তার কিছুটা ছোঁয়া আমরা আমাদের BADV Youth দেরকেও দিতে চাই। তাই এবছর আমরা BADV Youth Team তৈরীর মাধ্যমে সকল ইয়ুথদেরকে আহ্বান জানাচ্ছি। যারা এই team এ অংশগ্রহণ করতে চায় তারা যেন সত্তর তাদের নাম পাঠায় একই email এ।তাদের এই কমিউনিটি activity র volunteer hour সার্টিফিকেট ও দেয়া হবে BADV র পক্ষ থেকে।

হাতে আর বেশি সময় নেই আমাদের, কিন্তু এরমধ্যেও এই সরস্বতী পুজোতে আমরা চাই সঙ্গীতের মধ্য দিয়ে সবাইকে একটু নস্টালজিয়ার ছোঁয়া দিতে। তাই সবশেষে একটা সমবেত সঙ্গীতের অনুষ্ঠান ভেবেছি আমরা। BADVian দেরকে অনুরোধ করা হচ্ছে যারা “গানে গানে- এক মুঠো নস্টালজিয়া”এই সমবেত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান, তারা 12/19/2022 এর মধ্যে আপনাদের নাম পাঠান উপরোক্ত e-mail এ।
তাহলে বন্ধুরা আর দেরী না করে আসুন আমরা সকলে মিলে আমাদের BADV র বছরের প্রথম অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তুলি।

ধন্যবাদান্তে
BADV EC 2023-24